Posts

Showing posts from April, 2020

ইসলামে ছোঁয়াচে রোগ । । বিভ্রান্তি ও বাস্তবতা

Image
প্রশ্ন : ইসলামে কি ছোঁয়াচে রোগকে অস্বীকার করা হয়েছে ? উত্তর : আবু হুরায়রা রা . হতে বর্ণিত , নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , “ রোগ সংক্রমণ , কুলক্ষণ , পেঁচা এবং সফর মাস বলতে কিছু না ই।” ( সহীহু বুখারী , হা / ৫৭০৭ ) মুহাদ্দিসগণ বলেন , উক্ত হাদীসে পেঁচা ও সফর মাসের অস্তিত্বকে অস্বীকার করা হয় নি বরং জাহেলী যুগে পেঁচার ডাক এবং সফর মাসকে কুলক্ষণে মনে করা হত ( বর্তমানেও মূর্খ লোকদের মাঝে এ কুসংস্কার প্রচলিত রয়েছে ) এই বাতিল ও ভ্রান্ত বিশ্বাসকে অস্বীকার করা হয়েছে। অনুরূপভাবে সংক্রমন রোগের অস্তিত্বকেও অস্বীকার করা হয় নি বরং একটি ভ্রান্ত বিশ্বাসের অনোদন করা হয়েছে। তা হল , জাহেলী যুগে কোনো কোন ব্যাধিকে এমন মনে করা হত যে , তা নিজে নিজেই সংক্রমিত হয়। কিন্তু ইসলামের সৃষ্টিভঙ্গী হল , রোগ কখনও নিজে নিজে সংক্রমিত হতে পারে না। বরং তা আল্লার ইচ্ছার সাথে সংম্পৃক্ত। তার লিখিত তাকদীর ছাড়া কোন কিছুই ঘটে না। ❑ উক্ত হাদীসের এই ব্যাখ্যাটি নিন্মোক্ত হাদীস থেকে স্পষ্ট হয় : আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে , নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই বলল

অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেসিক কনসেপ্ট

Image
  Object-Oriented Programming আজ আলোচনা করব প্রোগ্রামিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ Concept “OOP” নিয়ে । Object-oriented programming ( OOP ) মূলত চারটি খুঁটির উপর নীর্বর করে দাড়িয়ে আছে । খুঁটিগুলো হল - Abstraction Encapsulation Inheritance Polymorphism এই খুঁটিগুলো নিয়ে বিশাদ আলোচনা করার আগে জেনে নেই প্রোগ্রামিং এ OOP আবার কি জিনিস ? এক কথায় বলতে গেলে - ক্লাস এবং অবজেক্টের ধারণাকে কাজে লাগিয়ে যে প্রোগ্রামিং করা হয় তাকেই বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে এই যে বললাম অবজেক্ট ও ক্লাস ধারণাকে কাজে লাগিয়ে যে প্রোগ্রামিং করা হয় তাকেই বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে । এই অবজেক্ট ও ক্লাস কি ? একটু জেনে নেওয়া যাক - অবজেক্ট হলো কোন একটি ক্লাস এর একটি মূর্ত অস্তিত্ব ৷ আর ক্লাস হলো অবজেক্ট তৈরীর একটা ব্লুপ্রিন্ট বা সংগা যা নির্দিষ্ট করে দেয় ওই ক্লাসের একটি অবজেক্টের কী কী গুনাগুন হবে ৷ যেমন – আপনি নিজে , যে কিনা কোথাও বিরাজ করছেন , আপনি হলেন একজন মানুষ / হিউম্যান ৷ এবং আপনার মতই আরো অনেক মানুষ আছেন ৷ এখানে আপনারা সবাই একে