ইসলামে ছোঁয়াচে রোগ । । বিভ্রান্তি ও বাস্তবতা
প্রশ্ন : ইসলামে কি ছোঁয়াচে রোগকে অস্বীকার করা হয়েছে ? উত্তর : আবু হুরায়রা রা . হতে বর্ণিত , নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , “ রোগ সংক্রমণ , কুলক্ষণ , পেঁচা এবং সফর মাস বলতে কিছু না ই।” ( সহীহু বুখারী , হা / ৫৭০৭ ) মুহাদ্দিসগণ বলেন , উক্ত হাদীসে পেঁচা ও সফর মাসের অস্তিত্বকে অস্বীকার করা হয় নি বরং জাহেলী যুগে পেঁচার ডাক এবং সফর মাসকে কুলক্ষণে মনে করা হত ( বর্তমানেও মূর্খ লোকদের মাঝে এ কুসংস্কার প্রচলিত রয়েছে ) এই বাতিল ও ভ্রান্ত বিশ্বাসকে অস্বীকার করা হয়েছে। অনুরূপভাবে সংক্রমন রোগের অস্তিত্বকেও অস্বীকার করা হয় নি বরং একটি ভ্রান্ত বিশ্বাসের অনোদন করা হয়েছে। তা হল , জাহেলী যুগে কোনো কোন ব্যাধিকে এমন মনে করা হত যে , তা নিজে নিজেই সংক্রমিত হয়। কিন্তু ইসলামের সৃষ্টিভঙ্গী হল , রোগ কখনও নিজে নিজে সংক্রমিত হতে পারে না। বরং তা আল্লার ইচ্ছার সাথে সংম্পৃক্ত। তার লিখিত তাকদীর ছাড়া কোন কিছুই ঘটে না। ❑ উক্ত হাদীসের এই ব্যাখ্যাটি নিন্মোক্ত হাদীস থেকে স্পষ্ট হয় : আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে , নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই বলল