Posts

Showing posts from January, 2020

মোবাইল অ্যাপ তৈরি করতে কি কি শিখতে হয়?

Image
Mobile App Development  মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে গেলে অনেক অনেক কিছুই রয়েছে শেখার মত, সব কিছু শিখতে গেলে সারাজীবন শেখার পেছনেই ব্যয় করতে হবে। কোন কাজ করা হয়ে উঠবে না। অ্যান্ড্রয়েড নিয়েই বলি। যেমন লেআউট, ফ্র্যাগমেন্ট, নেটওয়ার্ক, নটিফিকেশন, সার্ভিস, লোকেশন, ম্যাপ, ডেটাবেজ, ইমেজ, রেস্ট সহ আরো কত কিছু। তাই বলে সব কিছু শিখবেন? একটা প্রজেক্টে সব কিছু লাগে না। যেহেতু একটা প্রজেক্টে সব কিছু লাগে না, তাই সব কিছু শেখারও কোন মানে হয় না। শিখতে গেলে অনেক অনেক সময় নষ্ট হবে। দরকার কি শিখতে হবে, তা জানা। কোনটার কি কাজ, তা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন বা ভাসা ভাসা জ্ঞান নিতে পারেন। কি শিখতে হবে, তা জানার জন্য সবার আগে ব্যাসিক জ্ঞান থাকতে হবে। যেমন অ্যান্ড্রয়েডের জন্য জাভা প্রোগ্রামিং সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপর সিম্পল একটা অ্যান্ড্রয়েড অ্যাপ কিভাবে তৈরি করতে হয়, তা জানতে হবে। সিম্পল অ্যাপ তৈরি করার পাশাপাশি আপনাকে জানতে হবে আপনি কি ধরনের অ্যাপ তৈরি করতে চান, সে সম্পর্কে পরিষ্কার ধারণা। যদি আপনি একটা এলার্ম ক্লক তৈরি করতে চান, হয়তো আপনাকে জানতে হবে সার্ভিস সম্পর্কে। ঐটা সম্পর